ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘২৫ সেপ্টেম্বর থেকে ফের চলবে সিরাজগঞ্জ এক্সপ্রেস’

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২১
‘২৫ সেপ্টেম্বর থেকে ফের চলবে সিরাজগঞ্জ এক্সপ্রেস’

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা-সিরাজগঞ্জ রুটে আগামী ২৫
সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনটি। ’

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ পুণরায় চালু করণ বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নুরুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ভারতের সঙ্গে রেলপথে পণ্য আমদানি-রপ্তানি করা হবে।’ এ সময় তিনি  সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবীগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি আমরা
অনেক দূর এগিয়েছি। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্প শুরু হবে।’

রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘রেলের উন্নয়নে সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে। ’

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিথ ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্যসহ প্রমুখ।

রাসেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়