ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে ২ কনটেইনার বিদেশি সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২১  
চট্টগ্রাম বন্দরে ২ কনটেইনার বিদেশি সিগারেট আটক

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা দুই কনটেইনার বিদেশি সিগারেট আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

‘ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ ঘোষণায় কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেডের নামে চীন থেকে চালানটি বন্দরে আসে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কনটেইনার দুইটি খোলা হয়।

কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম চৌধুরী ২ কনটেইনার সিগারেট আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এআইআর কর্মকর্তারা জানান, ফেব্রক্সের ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আনা হয়। চালানটি খালাস করে নেওয়ার চেষ্টাকালে গোপন তথ্যের ভিত্তিতে দুই কনটেইনার সিগারেট আটক করা হয়।

 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়