ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২১
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কানসাটের বাঁশপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কানসাটের বাঁশপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

নিহতরা হলেন— উপজেলার শাহবাজপুর এলাকার সন্নাশি গ্রামের আবু সাইদের স্ত্রী রেনুয়ারা বেগম (৫৬) ও পারদিলালপুর এলাকার বাসিন্দা হারুন রশিদ (২৭)।

আহতরা হলেন— ধোবড়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে সাইফুল ইসলাম (২৭), আড়গাড়ারহাট এলাকার জাহিদুল ইসলামের ছেলে ওয়াহেদুল ইসলাম (৩১), শাহবাজপুর এলাকার আহম্মেদ (২১)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফরিদ হোসেন জানান, সোনামসজিদগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক অটোরিকশা ও এক ভ্যানগাড়িসহ একটি দোকান ঘরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটোসহ ঘরটি দমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ৫ জন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত হন আরও ৩ জন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক জানান, গুরুতর আহত ৩ জনের মধ‌্যে  আহম্মেদ ও ওয়াহেদুল ইসলামকে রাজশাহী মেডিক‌্যাল কলেজে (রামেকে) রেফার্ড করা হয়েছে। ওয়াহেদুল ইসলামের শারিরীক অবস্থা আশঙ্কাজনক। অনবরত তার শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি ফরিদ হোসেন আরও  জানান, ঘটনার সময় ট্রাকের ড্রাইভার ঘোড়াপাখিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আশিক আলীকে (৩৮) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। পরে ঘাতক ট্রাকটিও জব্দ করে পুলিশ।

শিয়াম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়