ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ওয়ালটনের জন্ম হয়েছে এক নম্বর হওয়ার জন্য’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২১  
‘ওয়ালটনের জন্ম হয়েছে এক নম্বর হওয়ার জন্য’

ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান বলেছেন, ‘ওয়ালটনের জন্ম হয়েছে বিশ্বে ইলেক্ট্রনিক্স কোম্পানি সমূহের মধ্যে এক নম্বর হওয়ার জন্য।  ইতিমধ্যে বাংলাদেশে ওয়ালটন এক নম্বর। এই শ্রেষ্ঠত্ব অর্জন করবে বৈশ্বিক ক্ষেত্রেও।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে দিনব্যাপী ওয়ালটনের সেলস প্ল্যানিং ও ডিসকাশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে ২০৩০ সালের মধ্যেই বিশ্বে এক নম্বর ইলেক্ট্রনিক্স কোম্পানি হবার। কিন্তু সারাদেশে ওয়ালটন প্লাজার যে যোদ্ধারা রয়েছে সে সব চৌকস যোদ্ধাদের মাধ্যমে ২০২৫ সালের মধ্যেই এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে ওয়ালটন। ’

প্লাজা সেলস এন্ড ডেভলপমেন্ট-০২ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘ওয়ালটন প্লাজার ম্যানেজারগণ একেক জন নিজ নিজ প্লাজার সিইও। তারা প্রত্যেকেই ওয়ালটনের চৌকস যোদ্ধা। এই যোদ্ধাদের মাধ্যমেই ওয়ালটন একের পর এক শ্রেষ্ঠত্ব অর্জন করে চলেছে। ’

প্লাজা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে মোহাম্মদ রায়হান বলেন, ‘প্রত্যেকে আমরা আমাদের দায়িত্ব, নির্দেশনা যদি যথাযথভাবে পালন করি তাহলে সারা বিশ্বে আমাদের এক নম্বর হওয়া কেউ ঠেকাতে পারবে না। ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক এবং প্রতিটি কর্মীকে সর্বোচ্চ বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য যা যা করণীয় সব কিছুই করা হচ্ছে।  প্রতিটি কর্মীর পরিশ্রম ও কাজের মুল্যায়ন করে ওয়ালটন। ওয়ালটনের প্রতিটি কর্মী ওয়ালটনের সন্তানের মতো। ওয়ালটন চায় এই সন্তানরা যেনো থাকে দুধে-ভাতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজার ডিসিইও আবুল কালাম আাজাদ, ওয়ালটন প্লাজার সিএফও ফাহিম মাহবুব এফসিএমএ, হেড অব অডিট ইয়াছিন আলী, ওয়ালটন গ্রুপের সিআইও মফিজুর রহমান, ওয়ালটন প্লাজার হেড অব ক্রেডিট কামরুজ্জামান খান, ওয়ালটন প্লাজার সিডিও মাহমুদুর রহমান খান, সিডিও আরিফুল ইসলাম, ওয়ালটন প্লাজা ডিলার সেলস ডিভিশনের ইনচার্জ শাহদেব কুমার মন্ডল।  

ওয়ালটন কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আরাফাত চৌধুরীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন চট্টগ্রামের এরিয়া ম্যানেজার এনায়েত হোসেন, চট্টগ্রাম নেভীগেইট প্লাজার এক্সিকিউটিভ ম্যানেজার আবদুল মজিদ, কুমিল্লা চকবাজার প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলামসহ প্রমুখ।

দিনব্যাপী এই প্রোগ্রামে চট্টগ্রাম বিভাগের আওতাধীন চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার জেলা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের ওয়ালটন প্লাজা ব্যবস্থাপক, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা, এক্সিকিউটিভসহ বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়