ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপি চোরাগলি পথে ক্ষমতায় যেতে চায় : ড. রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২১  
বিএনপি চোরাগলি পথে ক্ষমতায় যেতে চায় : ড. রাজ্জাক

বিএনপি চোরাগলি পথে ক্ষমতায় আসতে পাঁয়তারা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। 

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। তারা নির্বাচনে অংশ গ্রহণ না করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে নানা পাঁয়তারা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে জয়ী হয়ে আসতে হবে।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রমের স্মরণসভা ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এ নির্বাচন হবে। সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এ রকম কিছুই গঠিত হবে না।  

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান ফারুক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট মনির এমপি, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান প্রমুখ।

বিএনপিকে উদ্দেশ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আন্দোলনের ভয় আপনারা দেখাবেন না। কারণ আন্দোলন দেখে আমরা ভয় পাই না। ২০১৩ সালে মোকাবেলা করেছি, ২০১৬ সালেও করেছি। হেফাজতকে মোকাবেলা করেছি। ইনশাল্লাহ আগামী দিনেও করবো।’  

ঢাকার চন্দ্রিমা উদ্যানের কবরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ থাকা নিয়ে বিতর্কে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা শুনেছি, অনেক বিএনপি নেতারাও বলেছেন, প্রেসিডেন্ট এরশাদও বলেছেন, চট্টগ্রাম থেকে যে লাশটি এসেছিল সেটি নাকি একজন সেনা কর্মকর্তার; তবে সেটি জিয়ার কি না তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ 
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়