ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মুক্তিযুদ্ধের বই পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত ইতিহাস’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২১  
‘মুক্তিযুদ্ধের বই পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত ইতিহাস’

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর সঙ্গে সঙ্গে একেকটি ইতিহাসের মৃত্যু ঘটছে। তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একেকটি বই পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত ইতিহাস হিসেবে থাকবে।’
 
মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নিয়ে রচিত 'স্মৃতিতে রণাঙ্গন' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হলে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

টিপু মুনশি বলেন, ‘১৫ আগষ্টের পর জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করেছে স্বাধিনতা বিরোধীরা।’

তিনি আরো বলেন, ‘দেশে করোনা সংক্রমণ অনেকাংশে কমে এসেছে।  সেই সঙ্গে দেশে পুনরায় বাণিজ্য প্রসারসহ আমদানি রপ্তানিও বেড়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তান এখন অনেক সূচকে পিছিয়ে আছে। ’

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ বীর মুক্তিযোদ্ধারা।

পরে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি মুক্তিযোদ্ধাদের হাতে ৭২ জন মুক্তিযোদ্ধার স্মৃতি কথা সম্বলিত লেখা বইটি তুলে দেন।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়