ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১২, ১৯ সেপ্টেম্বর ২০২১
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুরে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাচ্ছিলো। লাহিড়ীমোহনপুর রেল স্টেশন এলাকার ৩২ নম্বর রেল সেতুর পাশে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তর ও দক্ষিণাবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ‘দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে আসে। ওই ট্রেনের ইঞ্চিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সড়ানোর চেষ্টা চলছে। এক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।’

অদিত্য রাসেল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়