ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাটে ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২১  
বাগেরহাটে ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বাগেরহাটে দুই স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন। ব্যালট পেপার ছিড়ে ফেলা, সামনা সামনি নৌকায় ভোট প্রদানে জোর প্রয়োগ, এজেন্টদের মারধরসহ নানা অভিযোগে সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় আনারস প্রতীকের এই প্রার্থী ভোট বর্জন করেন।

ভোট বর্জনকারী প্রার্থীর হলেন— বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুল আউয়াল এবং কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মাসুদ রানা লালন।

আনারস প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। মারধরও করেছে কয়েকজনকে। এছাড়া তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় ভোট না দেওয়ায় হোসনেয়ারা বেগমসহ দুইজনের ব্যালট পেপার ছিড়ে ফেলেছে। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ না থাকায় আমি নির্বাচন বর্জন করলাম।’

তেকাটিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শ্যামল কুমার সাহা বলেন, ‘প্রথম দিকে একটু বিশৃঙ্খলা হয়েছিল। এখন সুষ্ঠ পরিবেশ রয়েছে।’

শুভদিয়া ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এরা হলেন— নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুকুল ইসলাম ও আনারস প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল।

মাসুদ রানা লালন ভোট বর্জন শেষে সাংবাদিকদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের রের করে দিচ্ছে এবং মারধর করেছে। ভোটারদের হুমকি দিচ্ছেন। এমনকি নৌকা এ অবস্থায় ভোটের পরিবেশ না থাকায় আমি ভোট বর্জন করছি।’

ধোপাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং প্রনব কুমার বিশ্বাস বলেন, ‘ভোট বর্জন করেছেন কি-না আমার জানা নেই। তিনি এখনো লিখিত বা মৌখিকভাবে কিছু জানান নি। তবে সকালে কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে অভিযোগ করেছিলেন। আমি তাৎক্ষণিক তার অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ধোপাখালি ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এরা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকবুল হোসেন, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম এবং ঘোড়া প্রতিকের মাসুদ রানা লালন।

টুটুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়