ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে হাতকড়াপরা আসামির পলায়ন

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২১  
চাঁদপুরে হাতকড়াপরা আসামির পলায়ন

চাঁদপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে মোহন গাজী নামের এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো. খোরশেদ আলম।

মো. খোরশেদ আলম বলেন, নিরাপত্তা প্রহরী মানিক গাজীর পাহারায় ছিলো মনির ও মোহন। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিককে ধাক্কা দিয়ে ওই দুই আসামি পালানোর চেষ্টা করে। মনির পালাতে গিয়ে রাস্তার ওপর অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে আহত হয়। পরে তাকে আটক করা হলেও মোহন হাতকড়াপরা অবস্থায় পালিয়ে যায়।

আরো পড়ুন:

মোহনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান হাবিলদার মো. খোরশেদ আলম।

চাঁদপুরের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা যায়, রেল লাইনে ব্যবহৃত চুরি যাওয়া ১৬টি ফিসপ্লেটের মধ্যে ১০টি উদ্বারসহ মোহন ও মনিরকে রোববার (১৯ সেপ্টেম্বর) আটক করা হয়। তাদের মধ্যে মনির (৩০) কাঁচ্চা কলোনির জলিল গাজীর ছেলে। আর মো. মোহন (৩৩) মৃত রতন গাজীর ছেলে। তারা ১২ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে ফিসপ্লেটগুলো চুরি করে এবং ৯ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করে।
 

জয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়