ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লক্ষ্মীপুরে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স ও অ্যাপস উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১২, ২০ সেপ্টেম্বর ২০২১
লক্ষ্মীপুরে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স ও অ্যাপস উদ্বোধন

প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার গ্রাম, আমার শহর বাস্তবায়নে লক্ষ্মীপুরে রামগতিতে স্বপ্নযাত্রা নামে এ্যাম্বুলেন্স ও অ্যাপস-এর উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এ সেবার উদ্বোধন করেন।

জানা গেছে, এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ১১ লাখ টাকা, স্থানীয় সংসদ সদস্য ২ লাখ ৫০ হাজার টাকা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ১ লাখ টাকা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ এ্যাম্বুলেন্সটি ২১ লাখ৭৪ হাজার টাকায় কেনা হয়।

এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার একটি চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর-এ আলম, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন, রামগতি থানার ওসি মো. সোলাইমান, আওয়ামী লীগ নেতা ড. আশরাফ আলী চৌধুরীসহ প্রমুখ।

বক্তারা বলেন, এ্যাম্বুলেন্সটি চর বাদাম ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে থাকলেও এর সুবিধা পাবে সব ইউনিয়নবাসী।  ইউনিয়নের যেকোন ব্যক্তি জরুরী প্রয়োজনে অ্যাপস-এর মাধ্যমে সীমিত খরচে এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।

লিটন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়