ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:১৯, ২১ সেপ্টেম্বর ২০২১
সিলেটে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের মজুমদারি এলাকার একটি বাসার ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন- মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।  

পুলিশ বলছে, দুই বোন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বাসার ছাদে এ দু’জনের মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।  পুলিশ ছাদের উপর পিলারের রডের সাথে ঝুলে থাকা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, মৃত কলিমউল্লাহর চার মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে।  তিনি যুক্তরাজ্যে থাকেন।  বাকিদের বিয়ে হয়নি এখনও।

তিনি আরও বলেন, এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে।  তারা চাপা স্বভাবের।  আত্মীয় স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই।  প্রাথমিকভাবে তাদের মৃত্যু আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

নোমান/সুমি

সর্বশেষ

পাঠকপ্রিয়