ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুনারুঘাটে লাশ দেখতে স্বামী-সন্তানদেরকে বাঁধা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২১  
চুনারুঘাটে লাশ দেখতে স্বামী-সন্তানদেরকে বাঁধা

শাহনাজ কবীর (৩৮) নামে এক গৃহবধূ বাবার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের টেকেরঘাটে মারা গেছেন। তিনি প্রায় ১৫ বছর যাবৎ রোগাক্রান্ত হয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মারা যান।

এ খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রাম থেকে চুনারুঘাটের টেকেরঘাটে ছুটে আসেন শাহনাজ কবীরের স্বামী হুমায়ূন কবীর, মেয়ে শোভা আক্তার (২০), রোবা আক্তার (১৮), ছেলে সিয়াম মিয়া (১২) ও শ্বশুর হাজী ওমর আলী।

কিন্তু তারা লাশ দেখতে পারছেন না। বাঁধা দিচ্ছেন শাহনাজ কবীরের বাবার বাড়ির স্বজনরা। তাই রাতে তারা চুনারুঘাট থানায় এসে মৌখিক অভিযোগ করেন। একই সাথে বিষয়টি চুনারুঘাটের ইউএনওকে জানিয়েছেন তারা।

রাত ১০টা ৫০ মিনিটে এসব কথা জানিয়ে শাহনাজ কবীরের মেয়ে শোভা আক্তার বলেন, ‘আমার মায়ের চিকিৎসা চলছিল। আমরা সেবাযত্ন করে আসছিলাম। কয়েকদিন হলো মাকে নানাবাড়ি নিয়ে আসা হলে তিনি মারা যান। আমরা লাশ দেখতে চাই। চাই বাড়ি নিয়ে মাটি দিতে। কিন্তু নানাবাড়ির স্বজনরা এতে বাঁধা প্রদান করছেন। তাই থানা ও ইউএনও মহোদয়ের শরণাপন্ন হয়েছি।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘লাশ দেখতে কেউ যেন বাঁধা না দিতে পারে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।’

উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, ‘ইউএনও মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি তাদেরকে লাশ দেখার ব্যবস্থা করে দিচ্ছি।’

মামুন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়