ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা 

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২১
সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা 

গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তাহমিনা বেগম (৩৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। সন্তানটি আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত তাহমিনা বেগম কুমিল্লা জেলার হোমনা থানার আওয়াল হোসেনের মেয়ে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, তাহমিনা বেগম সকাল ৯ টার দিকে বনমালা এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময়ে তার সঙ্গে থাকা সন্তান রেললাইনের উপরে চলে যায়। ঠিক তখনই ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেন চলে আসে। সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা মারা যান। তবে সন্তানটি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

তিনি বলেন, পরবর্তীতে নিহতের মরদেহ রেলওয়ে পুলিশ হেফাজতে আনা হয়। পরে প‌রিবা‌রের আ‌বেদ‌নের ভি‌ত্তি‌তে ময়নাতদ‌ন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

গাজীপুর/রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়