ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, গণপিটুনির পর হাসপাতালে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২১
পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, গণপিটুনির পর হাসপাতালে যুবকের মৃত্যু

যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার রবিউল ইসলাম নামে এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদরের চুড়ামনকাটি বাজারের চৌগাছা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।  

আরো পড়ুন:

নিহত রবিউল শহরের পালবাড়ি পাওয়ার হাউস এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

যশোর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রবিউল চুড়ামনকাটি বাজারের চৌগাছা স্ট্যান্ডে পুলিশ পরিচয়ে নতুন ইজিবাইক কেনা তিন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। ইজিবাইক চালকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রবিউলকে গণপিটুনি দেয়। খবর পেয়ে স্থানীয় সাজিয়ালি ফাঁড়ির পুলিশ রবিউলকে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউলকে কোতয়ালি থানায় নেওয়া হয়।  

থানায় আনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রবিউল অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সে সময় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির মামলা রয়েছে। 

 

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়