ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিনামূল্যের বইসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২১  
চট্টগ্রামে বিনামূল্যের বইসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকা থেকে সরকারি বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ বইসহ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়  মিজানুর রহমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬৯১টি বিভিন্ন শ্রেণির সরকারি বিনামূল্যের বই উদ্ধার হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মো. ফারুক উল হক জানান, আন্দরকিল্লা এলাকায় বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের বই মজুদ আছে বলে খবর আসে।  পরে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট থেকে ১ হাজার ৬৯১টি বিভিন্ন ক্লাসের সরকারি বইসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়