ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে এএসআইকে ছুরিকাঘাত, মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২১
রংপুরে এএসআইকে ছুরিকাঘাত, মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের হারাগাছে মাদক কারবারিকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম। তবে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে রংপুরের হারাগাছ সাহেবগঞ্জ এলাকায় এএসআই পিয়ারুল ইসলাম এ ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাঝরাতে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এই এএসআই পিয়ারুল সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের মাদক কারবারিকে গাজাসহ গ্রেপ্তার করে। এ সময় পলাশ এএসআই পিয়ারুলের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হারাগাছ থানার ওসি শওকত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে বলে জানান তিনি। 

আমিরুল ইসলাম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়