ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা উপসর্গে মৃত্যু, স্কুল পরিদর্শনে গেলেন অতিরিক্ত সচিব

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:১০, ২৫ সেপ্টেম্বর ২০২১
করোনা উপসর্গে মৃত্যু, স্কুল পরিদর্শনে গেলেন অতিরিক্ত সচিব

স্কুল কলেজ খোলা রাখতে সরকার সব ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষা ব্যবস্থা চালু রাখতে সরকার সজাগ রয়েছে। বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জে কয়েকটি স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় সৈয়দ মামুনুল আলম বলেন, এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও স্কুলটির সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আইসোলেশন কক্ষসহ স্বাস্থ্যবিধির সব ধরনের ব্যবস্থা স্কুলটিতে রয়েছে। পরিদর্শন শেষে স্কুলের সার্বিক পরিস্থিতি ভালো মনে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড পরিস্থিতি ঠিকমতো পালন করছে কিনা সে বিষয়ে সরকারের নজরদারি রয়েছে।

এ সময় তিনি আরো বলেন, করোনা উপসর্গে স্কুলের শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সরকার দেখবেন সে কিভাবে কোন জায়গা থেকে আক্রান্ত হলো। বিষয়টি তারা চিহ্নিত করার চেষ্টা করবেন। এ বিষয়ে সরকার হয়তো ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা হাসান, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরজু খানমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা গত বুধবার (২২ সেপ্টেম্বর) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে।

জাহিদুল হক চন্দন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়