ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ড্রেনে ছাত্রী মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৮ সেপ্টেম্বর ২০২১  
ড্রেনে ছাত্রী মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় উন্মুক্ত ড্রেনে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় তরুন ও ছাত্ররা। 

বিক্ষোভ চলাকালে আগ্রাবাদের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে আগ্রাবাদ বাদামতলী মাজারগেইট সংলগ্ন এলাকায় শতাধিক তরুন জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেয়। 

বিক্ষোভে অংশ নেয়া ফাহিম নামের এক তরুন বলেন, ‘আমরা নিজ উদ্যোগে স্ব-প্রণোদিত হয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছি।  চট্টগ্রামে নগরীতে একের পর এক উন্মুক্ত ড্রেনে পড়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে।  এর আগে মুরাদপুরে ড্রেনে নিখোঁজ হয়েছে এক ব্যাক্তি।  তার লাশ এক মাসেও পাওয়া যায়নি।  সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে আগ্রাবাদে উন্মুক্ত ড্রেনে পড়ে নিখোঁজ হয় কলেজ ছাত্রী সাদিয়া।  ৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। 

আন্দোলনকারী সাব্বির আলম বলেন, ‘একের পর এক ড্রেনে পড়ে মানুষের মৃত্যু ঘটলেও প্রশাসন চুপ। সিটি মেয়র, সিডিএ চেয়ারম্যান কোন ভুমিকা পালন করছেনা।  উন্মুক্ত ড্রেনে পুরো নগরী যেনো আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।’

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়