ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুমিল্লায় ৬ কিলোমিটার বাঁধে বৃক্ষরোপন কর্মসূচী

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২১  
কুমিল্লায় ৬ কিলোমিটার বাঁধে বৃক্ষরোপন কর্মসূচী

কুমিল্লা গোমতী নদীর দণি পাড়ের টিক্কার চর ব্রিজের পূর্ব অংশ হতে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার বাঁধে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা সামাজিক বন বিভাগ ও রোটারী কাব অব কুমিল্লা লালমাইয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন হয়। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হবে।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা কাজী মুহাম্মদ নূরুল করিম।  বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান চিত্র রঞ্জন ভৌমিক, শেখ সোহরাব উদ্দিন রাজীদ।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের পিপি জাকির হোসেন, লুৎফুল বারী চৌধুরী হীরু, মো.জাহাঙ্গীর আলম, প্রজেক্ট চেয়ার শাহাদাত হোসেন খন্দকার, প্রজেক্ট কো-চেয়ার এ ডি এম এনামুল হক জুয়েলসহ প্রমুখ।

আবদুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়