ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:১১, ২৯ সেপ্টেম্বর ২০২১
সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি 

প্রথম আলোর নোয়াাখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে (৪৫) সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার প্রসঙ্গে ওই সাংবাদিক মৌখিকভাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামকে অবহিত করেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাহবুবুর রহমানকে এ হুমকি দেওয়া হয়। তিনি জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। 

আরো পড়ুন:

মাহবুবুর জানান, গত কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই বাসায় অবস্থান করছেন। বুধবার দুপুর ২টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে পরপর দুটি কল আসে।  প্রথম কলটি তিনি রিসিভ করতে পারেননি। দ্বিতীয় কলটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে এক ব্যক্তি অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি মাহবুবুর ও তার পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইমদাদুল হক জানান, সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়