ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২১  
লক্ষ্মীপুরে করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে সভা

লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে অধি-পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, চারটি উপজেলা প্রতিনিধি ও জেলে প্রতিনিধিরা অংশ নেন।

২৯ সেপ্টেম্বর (বুধবার) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন।

সভায় জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে করনীয় বিষয়ে বিভিন্ন দাবি উথাপন করা হয়।  পরে অতিথিরা দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।  

কোডেক এর প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, মেডিক্যাল অফিসার ডা. জুনাইদ আহমেদ মারুফ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেমসহ প্রমুখ।

লিটন /মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়