ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২১  
জয়পুরহাটে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে জয়পুরহাট জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিলশেডে  এ  মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন:

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেষ সরকার, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানসহ প্রমুখ। 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, থানার ওসিরা পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনাসহ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে  দুর্গাপূজা উদযাপিত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি।

শামীম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়