ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘স্বাধীনতার বিকল্প মানে গোলামি করা’

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২ অক্টোবর ২০২১  
‘স্বাধীনতার বিকল্প মানে গোলামি করা’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘কিছু ছেলেরা নানাভাবে মহান ধর্মের আবরণে অন্যায় কাজে লিপ্ত হয়। তাদের সঙ্গে আমরা আপোষ করবো না। স্বাধীনতার বিকল্প নাই। স্বাধীনতার বিকল্প মানে গোলামি করা। যারা বাংলাদেশের ক্ষতি করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। আমরা নেপাল, জাপান, ব্রিটিশ ও আরবের গোলাম হতে চাই না।’

শনিবার (২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরে ১৬ লাখ টাকা ব্যায়ে সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে দরকার দুই হাত এক করা।  দরকার নারী-পুরুষের একত্রে কাজ করা। আমাদের অর্থনীতি ও শিক্ষাবান্ধন নেতা শেখ হাসিনা।  তিনি নারীদেরকে খুব সম্মান করেন। হতদরিদ্র অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন আওয়ামী লীগ সরকার সরকার সবসময়ই আপনাদের পাশে আছে।’ 

সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মেধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য সৈয়দ দুলাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেমসহ প্রমুখ।

আল আমিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়