ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশফুলে সেজেছে মেঘনার পাড়

এইচ মাহমুদ, নরসিংদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:২৭, ৩ অক্টোবর ২০২১
কাশফুলে সেজেছে মেঘনার পাড়

শরতের কাশফুলে সেজেছে মেঘনার পাড়। ফলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন হাজারো দশনার্থী।

ছয় ঋতুর বাংলাদেশ। প্রতিটি ঋতুর রয়েছে আলাদা রূপ ও বৈচিত্র্য। আর তাই প্রকৃতির ধারাবাহিকতায় শরত এসেছে তার নিজস্ব সৌন্দর্য নিয়ে। নরসিংদীর মেঘনা পাড়ে কাশফুলের দোল দেখে মনে হয়, যেন আকাশে সূর্যের সঙ্গে সাদা মেঘের শরত একই সুতোয় বেঁধে আছে। ঝকঝকে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা, সূর্যের ঝিলিক আর কাশফুলের শোভায় সবই যেন এ শরতকে ঘিরেই। নাগরিক কোলাহল আর যাপিত জীবনের নানা ব্যস্ততার মাঝে কাশফুলের এ সৌন্দর্য দশনার্থীকে মাতোয়ারা করে তুলছে।

নরসিংদী সদর উপজেলার করিমপুর ও পৌর শহরের নাগরিয়াকান্দিজুড়ে কাশফুল। সেখানে ঝকঝকে নীল আকাশ, ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা, প্রকৃতিপ্রেমীদের যেন কাছে টানছে। সেইসঙ্গে শেখ হাসিনা সেতু দিয়ে চলাচলকারী পথচারীদেরও মন ভরছে এমন সাত রঙের আকাশ দেখে।

নদীর পাড়ের এমন সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে ভুলছেন না কেউ। ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সূর্য অস্ত যাওয়ার আগে ওসব স্থানে মনে হয় গ্রামীণ মেলা বসে প্রতিদিন। এমন মনোমুগ্ধকর পরিবেশ সবার মন ছুঁয়ে যাচ্ছে।

কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা কিশোরী শাহিনুর আক্তার বলেন, গোধূলির সময় মাঠজুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে, তখন মনটা আনন্দে ভরে ওঠে। তখন প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে মনে চায়।

প্রকৃতিপ্রেমী শফিক আহম্মেদ বলেন, চলমান মহামারি করোনায় আমাদের সময় কেমন যেন থমকে গেছে। ইচ্ছে করলেও দূরে কোথাও তেমন একটা বের হওয়ার সুযোগ নেই। কিন্তু প্রকৃতি তো আর থেমে নেই। প্রকৃতি সেজেছে তার নিজস্ব রূপে। তাই আমরাও এ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছি মেঘনার পাড়ে।

কমিপুর ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন সরকার বলেন, যখন কাশফুলের কাছে আসি, তখন শৈশব স্মৃতিগুলো মনে পড়ে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের কাছে থাকতে পেরে খুবই ভালো লাগছে। এসময় মেঘনার পাড়ে আসলে হিমেল হাওয়ায় মনটা যেন ভরে যায়।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়