ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পৌর নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জে ১০৫ জনের মনোনয়ন সংগ্রহ

চাঁপাইবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৫ অক্টোবর ২০২১   আপডেট: ০০:১৯, ৬ অক্টোবর ২০২১
পৌর নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জে ১০৫ জনের মনোনয়ন সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সলির পদে ১০৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন অফিসের মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- মোখলেসুর রহমান, সামিউল হক লিটন, ময়েজ উদ্দিন, নজরুল ইসলাম ও সাবেক মেয়র মো. মাওলানা আব্দুল মতিন।  

এছাড়াও সাধারণ ওর্য়াড কাউন্সিলর পদে ৮২ জন, ও সংরক্ষতি ওয়ার্ডে ১৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। 

তিনি আরও জানান, সব ঠিক থাকলে আগামী ২ নভেম্বর  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ১৫টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এখানে মোট ভোটার আছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে পুরুষ ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭৪ হাজার ৬৫ জন।
 
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিস্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়