ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প থেকে উগ্রবাদী সংগঠনের ৫ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৯ অক্টোবর ২০২১   আপডেট: ১২:১৩, ৯ অক্টোবর ২০২১
রোহিঙ্গা ক্যাম্প থেকে উগ্রবাদী সংগঠনের ৫ সদস্য আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উগ্রবাদী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) তে সম্পৃক্ত সন্দেহে ৫ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক।

আটক রোহিঙ্গারা হলেন, খালেদ হোসেন (৩৩), মাস্টার সৈয়দ আমিন (৩৮), শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮), ইলিয়াস (২২)।

গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ খুনের সাথে এই উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিহত মুহিব্বুল্লাহর ভাইসহ সাধারণ রোহিঙ্গারা মুহিব্বুল্লাহ হত্যায় আরসা’র সন্ত্রাসীদের দায়ী করেছে। 

এসপি নাইমুল হক বলেন, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অপহরণ মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

তারেকুর/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়