ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১১ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৫৬, ১১ অক্টোবর ২০২১
ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন।

অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।  

রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম বলেন, মা ইলিশ রক্ষায় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে দিনরাত অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজকের চার জেলেকে এক বছর করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চলমান অভিযানে কোনভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।

অলোক/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়