ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৬ অক্টোবর ২০২১  
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি দোকান

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। এ সময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় । 

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর বাজারে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম জানান, বানিয়ারচর বাজারের একটি দোকান ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।  পরে আগুন মুহূর্তেূর মধ্যে মোবাইলের দোকান, ওষুধের দোকান, সিমেন্টের দোকান, পাট ও সুটকির দোকান, চা দোকান, একটি ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে।  পরে খবর পেয়ে রাজৈর ফায়ার সার্ভিসের একটি, মুকসুদপুর ফায়ার সার্ভিসের দু’টি ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস দু’টি ইউনিট  প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।  অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, ইউএনও জোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, ওসি আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়