ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ধামইরহাটে ঐতিহ‌্যবাহী কারাম উৎসব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৩৮, ১৯ অক্টোবর ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ‌্যবাহী কারাম উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ধামইরহাটের খেলনা ইউনিয়নের গোপীরামপুর গ্রামের বাসিন্দা ও আদিবাসী ছাত্রছাত্রীদের আয়োজনে খেলনা ফুটবল মাঠে এ উৎসব ও প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে পাঁচ উপজেলার ৬৫ দল অংশ নেয়।

খেলনা কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় প্রমুখ।

‘আমাদের সংস্কৃতি কারাম ধারাম কারবেই, হামনিকের সংস্কৃতি রক্ষা করবেই’ এ প্রতিপাদ্য নিয়ে ১৬তম কারাম উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উত্তরবঙ্গের ওঁরাও, পাহান, সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস‌্যরা এ উৎসবে অংশ নেন। এ উৎসবের প্রাণ বৃক্ষ ও নৃত্য পূজা। হাজার বছর ধরে এ পূজা করে আসছে উল্লিখিত বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী।

অরিন্দম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়