ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তিস্তায় কমেছে পানি বেড়েছে দুর্ভোগ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৪৭, ২১ অক্টোবর ২০২১

তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টার ব্যবধানে কমেছে ১১৫সে.মি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে লালমনিরহাটের দোয়ানী ব্যারেজে তিস্তার পানি রেকর্ড করা হয় ৫২.১৫ সে.মি। যা বিপৎসীমার ৪৫ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিস্তা ব্যারেজ এলাকায় পানির মাত্রা কমলেও দুর্ভোগ কমেনি ভাটি পাড়ের মানুষের। এখনো পানি বন্দি অবস্থায় রয়েছে প্রায় অর্ধ লাখ মানুষ। ডুবে আছে ঘর বাড়ি, ফসলের ক্ষেত। ভেঙে গেছে তিস্তা ফ্লাড বাইপাসের সাড়ে ৩শ মিটার অংশসহ বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে অনেক মানুষই আশ্রয় নিয়েছেন নিয়েছেন উঁচু সড়ক ও দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রগুলোতে।

এদিকে পানি কমলেও দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। সরকারিভাবে ১৭০ মে.টন জি আর চাল ও আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা পৌঁছায়নি অনেকের কাছে। ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বন্যা কবলিত মানুষরা।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, প্রয়োজন অনুপাতে চাহিদা প্রেরণ করা হয়েছে। এখনো কিছু অর্থ মজুদ আছে। প্রয়োজনে বিতরণ করা হবে।

ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়