ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিসি ক্যামেরার আওতায় পাইকগাছার সব মন্দির 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:০৯, ২১ অক্টোবর ২০২১
সিসি ক্যামেরার আওতায় পাইকগাছার সব মন্দির 

খুলনার পাইকগাছা পৌরসভার সব সার্বজনীন পূজা মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে এ অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) মো. জিয়াউর রহমান ও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে সিসি ক্যামেরা বিতরণ ও স্থাপন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর । 

সিসি ক্যামেরার আওতায় আসা পাইকগাছা পৌরসভার মন্দিরগুলো হচ্ছে বাজার মন্দির, পৌরসভার কেন্দ্রীয় বাতিখালী মন্দির, সরল কালিবাড়ী উপজেলা কেন্দ্রীয় মন্দির, সরল দাশ পাড়া মন্দির, শিববাটী পূর্ব ও পশ্চিম পাড়া মন্দিরসহ আরো কয়েকটি মন্দির। 

এসব মন্দিরের প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ অংশ ক্যামেরার আওতায় আনা হয়েছে। 
সেলিম জাহাঙ্গীর বলেন, পৌরসভার সব মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনার ফলে একদিকে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। অপরদিকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতেও এ ক্যামেরা কার্য্কর ভূমিকা পালন করবে। 

মন্দির কমিটির নেতা মনোহর সানা, উত্তম সাধু, সন্তোষ কুমার সরদার জানান,  এ ধরণের উদ্যোগ অনন্য উদাহরণ সৃষ্টি করবে। 

সিসি ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মন্দির কমিটির মনোহর সানা, উত্তম সাধু, সন্তোষ কুমার সরদার, বাবু রাম মন্ডল, সুনীল মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, সঞ্জিব রায়, শ্যাম সুন্দর ভদ্রসহ প্রমুখ। 

নূরুজ্জামান/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়