ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সমাবেশে ‘বিস্ফোরণের’ গুজব ছড়ানো যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ২৩ অক্টোবর ২০২১  
সমাবেশে ‘বিস্ফোরণের’ গুজব ছড়ানো যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মহানগর আওয়ামীলীগের শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ইন্টারনেটে প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওই যুবকের নাম ইমরান আল নাজির।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর কার্যালয়ে অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তানভীর মাহমুদ পাশা বলেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মহানগর আওয়ামীলীগ। এই সমাবেশে ‘ককটেল বিস্ফোরণের’ গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নাজির। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকা থেকে গ্রেপ্তার করে। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই অধিনায়ক।
 

রাকিব/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়