ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় গ্রেপ্তার ১১

নোয়াখালী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৬, ২৫ অক্টোবর ২০২১
নোয়াখালীতে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় গ্রেপ্তার ১১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা এবং কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে আরো ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম তার সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

এর আগে রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বেগমগঞ্জ থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জের ফয়সাল ইনাম কমল, আলা উদ্দিন, ফজলুর করিম সুজন, মিন্টু, আবদুল বাকি শামীম, সেনবাগের মো. হারুনুর রশিদ, সদর উপজেলার মো. রায়হান, ফয়সাল বারী চৌধুরী, বেলায়েত হোসেন, চাটখিলের পারভেজ হোসেন ও সোনাইমুড়ির আবদুল বারেক।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল ইনাম কমলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, ফয়সাল ইনাম কমলে কুমিল্লার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াসহ সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টও দেন এবং সেটি বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীদের শেয়ার করেন। 

এছাড়া অপর আসামিদের সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িকতার নামে নোয়াখালীতে যারা সহিংসতা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সুজন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়