ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতাল থেকে ৬ দালাল আটক

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৬ অক্টোবর ২০২১  
হাসপাতাল থেকে ৬ দালাল আটক

পাবনা জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সদর পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার আব্দুল হান্নানের ছেলে পিন্টু হোসেন, মহররম হোসেনের (মৃত) ছেলে রাসেল হোসেন, ছাতিয়ানী মহল্লার আমিন উদ্দীনের (মৃত) ছেলে মুক্তার হোসেন, কবিরপুর এলাকার মসিদুল ইসলামের ছেলে উজ্জ্বল ফকির, রিয়াজ হোসেনের (মৃত) ছেলে সাকিল হোসেন ও আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন।

আরো পড়ুন:

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, হাসপাতালে গ্রামগঞ্জ থেকে আসা রোগীদের টার্গেট তাদের। ভালো চিকিৎসার নাম করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়ার নাম বিভিন্ন টেস্ট করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই সংঙ্ঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা।

আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

শাহীন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়