ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৯ দালালের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:২১, ২৯ অক্টোবর ২০২৫
হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৯ দালালের কারাদণ্ড

আটক দালাল চক্রের সদস্যরা

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আটক দালালচক্রের ৯ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া তাদের সাজা দেন।

আরো পড়ুন:

এর আগে, সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ও র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের সদস্যদের আটক করে।

সাজাপ্রাপ্তরা হলেন- অসিত দাস, রমিজ আলী, কামাল শাহ, আসাদুজ্জামান, মোহাম্মদ কাওসার, জিলু মিয়া, আব্দুল খালেক, সৌরভ রায় ও নিতু ঘোষ। তারা হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, চুনারুঘাট ও সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতিদিন দালালচক্র বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করে। নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে ওষুধ বিক্রির ক্ষেত্রেও তারা প্রভাব খাটায়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া বলেন, “দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় ৯ জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজা পাওয়াদের সবাই অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।”

ঢাকা/মামুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়