ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে চলছে গণটিকা কার্যক্রম

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৮ অক্টোবর ২০২১  
সিলেটে চলছে গণটিকা কার্যক্রম

সিলেটে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রয়োগ চলছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৮২টি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, তারা আজ বৃহস্পতিবার নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। সিসিক এলাকায় ওই ক্যাম্পেইনের আওতায় ২৭ হাজার ৯৫৪ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন। এই কার্যক্রম আজ দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম লক্ষ্যমাত্রা পূরণ হওয়া অবধি চলমান থাকবে।

নূর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়