ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাম্প্রদায়িক সহিংসতার মামলায় কুমিল্লায় ১৭ জন রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৩ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:০৯, ৩ নভেম্বর ২০২১
সাম্প্রদায়িক সহিংসতার মামলায় কুমিল্লায় ১৭ জন রিমান্ডে

কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ১৭ জনকে পাঁচদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন আল মাহামুদ।

আরো পড়ুন:

সালাউদ্দিন জানান, বুধবার দুপুর ১২টার দিকে আসামিদের আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।

এর আগে গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এর দুইদিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় পুলিশ সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে।

আবদুর রহমান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়