ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমানত শাহ উদ্ধারে ৮৫ ভাগ কাজ শেষ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৬, ৯ নভেম্বর ২০২১

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বার ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে ফেরির ভেতরের পানি বের করার প্রক্রিয়া চলছে। এছাড়া ফেরির ছিদ্রগুলো বন্ধ করা শেষে এটি ভাসানো হবে। এখন ফেরিটির ইঞ্জিনের পেছনের অংশ টেনে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

সরেজমিনে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ার ৫ নাম্বার ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ফেরি উদ্ধার কাজে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক অজয় দেব নাথ বলেন, ‘আমানত শাহ ফেরি উদ্ধারে অর্ধশত কর্মী কাজ করছেন। সোমবার (৮ নভেম্বর) পর্যন্ত ফেরি উদ্ধারে ৮৫ ভাগ সফলভবে শেষ হয়েছে। এখন ফেরির ভেতরে জমে থাকা পানি বের করা হচ্ছে। পানি বের হওয়া সম্পন্ন হলে ফেরিটির পেছনের ইঞ্জিনের অংশ উইঞ্চ বার্জ দিয়ে টেনে তোলা হবে।’ 

তিনি আরো বলেন, ‘পেছনের অংশ কোন ছিদ্র থাকলে সেগুলো বন্ধ করে ফেরিটি প্রাথমিকভাবে ভাসানো হবে। ফেরিটি ভেসে থাকা অবস্থায় কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে এক দুই দিনের মধ্যে জেনুইন এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি হস্তান্তর করবে৷’ 

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়