ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, চলছে ডাম্পিং 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১১ নভেম্বর ২০২১  
গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, চলছে ডাম্পিং 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে কেমিক্যাল ও টেক্সটাইল কারখানার লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী উপ-পরিচালক জানান, কেমিক্যাল গোডাউনে প্রথমে আগুন লাগে পরবর্তীতে পাশের টেক্সটাইল কারখানায় ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, ডিবিএল ও কালিয়াকৈর ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই কারখানার আটকা পড়া শ্রমিকরা নিরাপদে বের হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এখন ড্যাম্পিং এর কাজ চলছে।

এর আগে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ি বিসিক এলাকায় ডাইসিন কেমিক্যাল কোম্পানির গোডাউনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা লাইফ টেক্সটাইল লিমিটেড নামক একটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

গাজীপুর/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়