ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৬ নভেম্বর ২০২১   আপডেট: ১২:০১, ২৬ নভেম্বর ২০২১
চট্টগ্রামে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৬ নভেম্বর)  সকাল পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১০ গাড়ি। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পরিচালক আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা এলাকার হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্টেডিয়ামে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নগরীর আগ্রাবাদসহ আশে পাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ১০ গাড়ি আগুন নেভানোর কাজ করে। প্রায় এক ঘণ্টার বেশি চেষ্ঠা চালানোর পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়