ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক‌ষ্টিপাথ‌রের মূ‌র্তিসহ আটক ৪

বগুড়া প্রতি‌নিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১ ডিসেম্বর ২০২১  
ক‌ষ্টিপাথ‌রের মূ‌র্তিসহ আটক ৪

বগুড়ায় মূল‌্যবার ক‌ষ্টিপাথ‌রের মূ‌র্তিসহ ৪ জন‌কে আটক ক‌রে‌ছে ১২ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে র‌্যাব  মঙ্গলবার (৩০ নভেম্বর) রা‌তে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর হাড়িয়াল পাড়া এলাকা থেকে তা‌দের আটক ক‌রে।

আরো পড়ুন:

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় পাঠা‌নো র‌্যা‌বের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়েছে।

আটকরা হলেন— বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত লালু রবিদাসের ছেলে মন্টু রবি দাস (৫৫), তার ছেলে দিলীপ রবিদাস (৩২), হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণ নগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৫৮)।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নন্দীগ্রাম থানা এলাকায় ৪ ব্যক্তি কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছেনু। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নন্দীগ্রাম থানার দাড়িয়াপুর গ্রামে মন্টু রবি দাসের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২টি কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে আটক করে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়