ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২ ডিসেম্বর ২০২১  
সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাসে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ করে। 

অবরোধে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমী, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল, মাতাব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মহামারি করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২-এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন  পড়াশোনা সুযোগ পায়নি। ইতোমধ্যেই তাদের সিলেবাসে ৩০ শতাংশ কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে মহাসড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

সাব্বির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়