ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৩ ডিসেম্বর ২০২১  
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নজির হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মদরিছ মিয়া (৫২) ও মখাব্বির হোসেন (৪৫), লোকমান হোসেন (১৭) ও হৃদয় মিয়াকে (১৭) আটক করেছে পুলিশ।

নিহত নজির উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রোববার (১২ ডিসেম্বর) সকালে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার গরু জালালপুর গ্রামের মানিক মিয়ার আমন ক্ষেতে ঢুকে পাকা ধান খেয়ে ফেলে। এনিয়ে মানিক মিয়ার ছেলে বদরুল ও মদরিছ মিয়ার ছেলে হৃদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের মাধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পরলে মান্নারগাঁও ও জালালপুর গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।

গুরুতর আহত হন নজির হোসেন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি রোববার রাতে মারা যান। 

দোয়ারাবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আল আমিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়