ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:২৩, ২২ ডিসেম্বর ২০২১
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আজ দুপুরে ইব্রাহীমের লাশ বিজিবির কাছে হস্তান্তর করবে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ইব্রাহীমের বাড়ি মোল্লাটলা গ্রামের ঢুলিপাড়ায়। তার বাবার নাম আবু তাহের। 

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল আমির হোসেন মোল্লা। 

তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে ভারতের সীমান্ত এলাকায় বাগিচাপাড়া নামক স্থানে ইব্রাহীমকে বিএসএফ গুলি করে। এরপর তাকে ভারতের মালদহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন তার মরদেহ ৭০ বিএসএফের শশানী ক্যাম্পে আছে।’  

তিনি জানান, বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ইব্রাহীমের লাশ বিজিবির কাছে হস্তান্তর করবে বিএসএফ।

মেহেদী/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়