ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

একটি কুকুরের জন্য আলোচনায় দুই পুলিশ সদস্য

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৫১, ২৩ ডিসেম্বর ২০২১
একটি কুকুরের জন্য আলোচনায় দুই পুলিশ সদস্য

সাধারণ একটি প্রাণির প্রতি মমতা দেখিয়ে আলোচনায় মুন্সীগঞ্জের দু’জন পুলিশ সদস্য। গর্তে পড়ে যাওয়া একটি কুকুরকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেন তারা। তাদের এ কাজটিকে অনেকেই দৃষ্টান্তপূর্ণ মনে করছেন।

কুকুরটি পড়েছিল মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের পাশে একটি গর্তে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কুকুরটিকে উদ্ধার করেন আলামীন ও মাহবুব নামে এই দুই পুলিশ কনস্টেবল। কুকুরটিকে তুলতে মাটির গভীরে অনেকখানি খনন করতে হয়েছে তাদের। ওইদিন সকালে হাঁটাহাঁটি করার সময় এক পথচারী ওই কুকুরটি পড়ে যাওয়ার কথা তাদের জানিয়েছিলেন। কুকুরটি উদ্ধারের সময় সেখানে উপস্থিত লোকজন তাদের সাধুবাদ জানায়।

‘প্রজন্ম বিক্রমপুর’ নামের স্থানীয় সংগঠনের সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল বলেন, ‘রাস্তার একটি কুকুরের জন্য তারা এমন উদ্যোগ না নিলেও পারতেন। কিন্তু কুকুরের জীবনকেও তারা গুরুত্বপূর্ণ ভেবেছেন। বেশ ধৈর্য নিয়ে তারা কাজটি করেছেন। তারা সত্যিই মানবিকতার পরিচয় দিয়েছেন। তারা ধন্যবাদ প্রাপ্য।’

সেখানে উপস্থিত এক ব্যক্তি বলেন, ‘পুলিশের গুণের কথা অনেকেই স্বীকার করতে চান না। সামান্য দোষ পেলেও আমরা তাদের নিয়ে কথা বলি। অথচ করোনাভাইরাস মহামারিতে সন্তানও বাবার লাশ কবর দিতে ভয় পেতো। তখন পুলিশই এগিয়ে এসেছে।’

কুকুর উদ্ধারের বিষয়ে পুলিশ কনস্টেবল আলামীন বলেন, ‘এমন একটা কাজ করতে পেরে আমরা খুব খুশি। পশুর প্রতি সবার ভালোবাসা থাকা উচিত। অনেক সময় বিপদে এদেরকে আমরা আরো বিপর্যয়ে ফেলে দিই।’

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়