ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

লঞ্চ পুড়ে ভস্মীভূত বিষয়টি রহস্যজনক: নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৩, ২৪ ডিসেম্বর ২০২১
লঞ্চ পুড়ে ভস্মীভূত বিষয়টি রহস্যজনক: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হবার পিছনে কোন রহস্য থাকতে পারে। এরকম ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি।'

শুক্রবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ঘটনা তদন্তে ‌‌নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এক যুগ্মসচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

এ সময় অন্যদের মধ্যে পুলিশের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে  ৩৯জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে ওই দুর্ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড পৃথকভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়