ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাঙামাটিতে ১০ ইউপির মধ্যে আ.লীগ জিতেছে একটিতে

বিজয় ধর, রাঙামাটি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:৪১, ২৭ ডিসেম্বর ২০২১
রাঙামাটিতে ১০ ইউপির মধ্যে আ.লীগ জিতেছে একটিতে

চতুর্থ ধাপে রাঙামাটির দুই উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। মাত্র একটি ইউনিয়নে জয় পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বিএনপি, জাতীয় পার্টি কিংবা আঞ্চলিক রাজনৈতিক দলের প্রকাশ্য কোনো প্রার্থী ছিলেন না।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ইউপি নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়।

১০ ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৩৮ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলোময় চাকমা পেয়েছেন ১২৮৬ ভোট।

সাপছড়ি ইউনিয়নে ২৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রবীন চাকমা।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরু কুমার চাকমা পেয়েছেন ১২০১ ভোট।

জীবতলী ইউনিয়নে ১১১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুদত্ত কার্বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৭২৮ ভোট।  বন্দুকভাঙ্গা ইউনিয়নে ১৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিনয় শংকর চাকমা পেয়েছেন ১৪৪৩ ভোট।

বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ২৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রনেন বিকাশ চাকমা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ১৬৬০ ভোট। 

মগবান ইউনিয়নে ১৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  প্রার্থী অমিয় চাকমা পেয়েছেন ৯০৭ ভোট।

এদিকে, নানিযারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে ৩৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুপন চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শান্তিজীবন চাকমা পেয়েছেন ১৭৯২ ভোট।

বুড়িঘাট ইউনিয়নে ৪২৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রমোদ খীসা।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আব্দুল ওহাব হাওলাদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৮৭ ভোট।

নানিয়ারচর সদর ইউনিয়নে ৩৬৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দর্শন চাকমা ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৫১ ভোট।

ঘিলাছড়ি ইউনিয়নে ২৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিঠু দেওয়ান পেয়েছেন ২৩৭৮ ভোট।

দুই উপজেলার ১০ ইউনিয়নে ৯০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য ২১১ এবং সংরক্ষিত মহিলা আসনে ৬৯ জন প্রতিদ্বন্ধিতা করেন।

বিজয়/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়