ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৩ জানুয়ারি ২০২২  
‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুজিব জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে ‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক কর্মসূচীর নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু,  গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি ও সরকারি দপ্তরের প্রধানগণ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় মুজিব বর্ষের সমাপনী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এসময় টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী আলোচনা সভা ও ৭ দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়