ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে নারী ভোটারদের উপস্থিতি বেশি

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৫ জানুয়ারি ২০২২  
গোপালগঞ্জে নারী ভোটারদের উপস্থিতি বেশি

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তবে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

বুধবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর ও চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই সেখানে দীর্ঘ লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।  তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। 

পঞ্চম ধাপের নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি ও কোটালীপাড়া উপজেলার ৩টি ইউনিয়নে ভোট হচ্ছে। এর মধ্যে চন্দ্রদিঘলীয়া ইউনিয়নে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। তবে কোটালীপাড়ার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ চলছে।

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়