ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দেশ গঠনে সেনাবাহিনীর চেষ্টা অব্যাহত থাকবে: সেনা প্রধান 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৫ জানুয়ারি ২০২২  
দেশ গঠনে সেনাবাহিনীর চেষ্টা অব্যাহত থাকবে: সেনা প্রধান 

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের সব প্রয়োজনে সেনা বাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। ’

বুধবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রায় ৬ হাজার দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।  

এর আগে সেনা প্রধান খুলনার জাহানাবাদ সেনা নিবাসে ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবনের ‘সেনানীড়’ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নিতে খুলনা ত্যাগ করেন।  

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়